পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী-পাবনা সড়কের আলহাজ্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মামুন হোসেন (৩৫)। তার বাড়ি রংপুর সদর উপজেলার মহিয়াগঞ্জ এলাকায়। সে ঈশ্বরদী উপজেলার জয়নগর বাবুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু মন্ডল জানান, সকাল সাড়ে ৯টার দিকে আলহাজ¦ মোড়ে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোবাইকে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। এদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক মামুনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহত মামুনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন