ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের দুই কর্মকর্তা নিহত » Itihas24.com
ঈশ্বরদী২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের দুই কর্মকর্তা নিহত

রনজন কুমার
জানুয়ারি ২০, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের একটি পোষাক কারখানার দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫) ও পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০)। এরা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটিডের কর্মকর্তা ছিলেন।

শনিবার (২০জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী এস এন পরিবহণের বাসটি কুষ্টিয়া থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাস দাশুড়িয়া হয়ে ইপিজেডের যাওযার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ কুমার স্যানাল জানান, বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে নিয়েছে। বাস চালক ও সহকারি পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads