ঈশ্বরদী হয়ে সড়ক পথে নিজ বাড়ি পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী হয়ে সড়ক পথে নিজ বাড়ি পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি 

রনজন কুমার
জানুয়ারি ১৬, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

চার দিনের রাষ্ট্রীয় সফরে তৃতীয়বারের মতো ঈশ্বরদী হয়ে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে স্বাগত জানান জেলা অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আকী মুন্সী।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও বলেন, রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। রাষ্ট্রপতি রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

আগামীকাল ১৭ জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, রোববার রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আসবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads