ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ » Itihas24.com
ঈশ্বরদী১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ

অপুর্ব চৌধুরী, বিশেষ প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৪ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী জংশন স্টেশন থেকে কিছু দূরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টায় ঈশ্বরদী-খুলনা রুটের ঈশ্বরদী রেল ক্রসিং সেকশনে একটি মালবাহী ট্রেন (বিসি) ও একটি তেলবাহী ট্রেনের (বিটিও) মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রাথমিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। ঘটনার পরে ঈশ্বরদী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী-খুলনা রুটে চলাচলকারী ট্রেন বিলম্বে পড়বে।

জানা গেছে, ইতিমধ্যে খুলনা-চিলাহাটি রুটে চলাচলকারী সীমান্ত এক্সপ্রেস আব্দুলপুর ও ঢাকা-খুলনা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস মাঝগ্রাম জংশন স্টেশনে দাড়িয়ে গিয়েছে।

অন্যদিকে চিলাহাটিগামী আপ সীমান্ত এক্সপ্রেস ভেড়ামারা স্টেশনে দাঁড়িয়ে যাবে।

রাত ১টা ৪০ মিনিটে উদ্বারকারী ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে যায়।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads