ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট

রনজন কুমার
মে ১০, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া সেনানিবাসে বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান সেকেন্ড লেফটেনেন্ট তরিকুল ইসলামের নেতৃত্বে সেনাসদস্যরা গ্রেনেডটি নিস্ক্রিয় করে।

ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঈশ্বরদী শহরের এমএস কলোনি তিন তলা এলাকায় পুকুর খনন কাজ চলার সময় পাওয়া গ্রেনেডটি বেশ শক্তিশালী ও কার্যকর ছিল। তিনি আরো বলেন, বগুড়া সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি ধ্বংস করেছে।
এর আগে বুধবার (৮ মে) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের ফতেমোহাম্মদপুর নিউকলোনীর তিনতলা এলাকার একটি পুকুর খননের সময় গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে দুই দিন ওই এলাকা পুলিশ পাহারায় রাখা হয়। বগুড়া সেনানিবাস বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা আজ ঘটনাস্থলে পৌঁছান এবং ওই এলাকা পর্যবেক্ষণ করেন এবং সেখানে পাওয়া হ্যান্ড গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তা ধ্বংস করেন।

এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads