ঈশ্বরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধন » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মে ২, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে কাজের সুযোগ সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষে ‘ঈশ্বরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’ নামের একটি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ মে) বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের(আইকে রোড) সাকড়েগাড়ি এলাকায়
ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহাক আলী মালিথা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.আর.পি গ্রুপের পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোহেল বিশ্বাস।
এ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ওয়েল্ডিংসহ আরো কিছু কাজের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে দক্ষ জনশক্তি কোরিয়া এবং সিঙ্গাপুর পাঠানোর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা যায়। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোহেল বিশ্বাসের এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র খোলায় এলাকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীও গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল বিশ্বাস সবার সহযোগিতা কামনা করে বলেন, ঈশ্বরদীর বেকার যুবকদের কোরিয়া ও সিঙ্গাপুর পাঠানোর জন্য এখানে ট্রেনিং সেন্টার খোলা হলো। যাতে যুবকরা এখানে প্রশিক্ষণ নিয়ে দ্রুত বিদেশ যেতে পারে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads