ঈশ্বরদী বারোয়ারী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ঠাকুরবাড়িতে ‘নামযজ্ঞ’ অনুষ্ঠিত » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদী বারোয়ারী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ঠাকুরবাড়িতে ‘নামযজ্ঞ’ অনুষ্ঠিত

অপুর্ব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক
মে ২৯, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী বারোয়ারী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে শহরের কলেজ রোডস্থ শ্রীশ্রী ঠাকুরবাড়ী সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তনের আয়োজন করেছে ভক্তসেবা সংঘ।

গত শনিবার (২৫ মে) অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠানের মূল পর্ব।

রবিবার (২৬ মে) থেকে বুধবার (২৯ মে) পর্যন্ত চলবে নাম কীর্তন। নাম সুধা পরিবেশনায় আছে আদি রাম কৃষ্ণ সম্প্রদায় (বাগেরহাট), রাধা মাধব সম্প্রদায় (গোপাল্গঞ্জ), শিব মন্দির সম্প্রদায় (পাংশা), কানাই বলাই সম্প্রদায় (খুলনা), দেব নারায়ণ সম্প্রদায় (সাতক্ষীরা), নিত্যানন্দ সম্প্রদায় (দাশুড়িয়া)।

বৃহস্পতিবার (৩০ মে) ও শুক্রবার (৩১ মে) লীলা কীর্তন পরিবেশনায় আছেন আশা রাণী সরকার (কুড়িগ্রাম), সুবোধ মোহন দাস (যশোর), সুকৃতি মোহন্ত (নাটোর), মনোরঞ্জন গোস্বামী (গাইবান্ধা)। শনিবার (০১ জুন) মহাপ্রভুর ভোগ ও ভক্তসেবার মধ্য দিয়ে শেষ হয়ে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের।

ভক্তসেবা সংঘের সভাপতি ও ঈশ্বরদী মৌবাড়ি ঠাকুরবাড়ি মন্দির পরিচালনা (আহবায়ক) কমিটির সদস্য সচিব শ্রী সমর কর্মকার জানান, এ মহানাম যজ্ঞানুষ্ঠানকে ঘিরে ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গন বৃন্দাবনে পরিণত হয়েছে। আত্মশুদ্ধি, মানব কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের পদচারণায় মুখোরিত মন্দির প্রাঙ্গন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads