ঈশ্বরদীতে কোরবানীর গরু আনতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে কোরবানীর গরু আনতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে কোরবানীর গরু বাড়িতে আনতে গিয়ে আবু হোসেন সরদার কালু (৫৫) নামে এক কৃষক নদীতে ডুবে মারা গেছেন। রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আরামবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আবু হোসেন সরদার কালু উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ও ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের চাচাতো ভাই।
সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আবু হোসেন সরদার কালুর ভাতিজা মোস্তাফিজুর রহমান স্বজন সরদার জাগো নিউজকে বলেন, পদ্মা নদীর আরামবাড়িয়া চরে সকালে কোরবানীর গরু আনতে যান আবু হোসেন কালু চাচা। গরু নিয়ে নদী পারাপাড়ের সময় গরু দৌড়ে নদীতে ঝাঁপ দেয়। এসময় কালু সরদার চাচা গরু ধরতে নদীতে নামলে তিনি হঠাৎ ডুবে যান। আমাদের ধারণা তিনি গরু দৌড়ে ধরতে গিয়ে নদীতে নামার পর স্ট্রোক করেন। তারপর তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মালেকুল আফতাব জাগো নিউজকে বলেন, আবু হোসেন সরদার কালুকে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পদ্মা নদীতে ডুবে কৃষক আবু হোসেন সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads