কানে হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের » Itihas24.com
ঈশ্বরদী১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

কানে হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় নাঈম হোসেন হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলী খাসবাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাঈম হোসেন বগুড়ার মাটিডালী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নাঈম কয়েকদিন আগে জয়পুরহাট সদর উপজেলার পারবাট্রাতে বোনের বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার বোনের বাড়ির অদূরে রেল লাইনে বসে মোবাইলে গেম খেলছিল সে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads