৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক » Itihas24.com
ঈশ্বরদী২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার দিনগত রাত ৩টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় লাইনচ্যুত ট্রেন দ্রুত সচল করা হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads