রাবির আরও ২ শিক্ষকের সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীরবিবার, ১৫ আগস্ট ২০২১


রাবির আরও ২ শিক্ষকের সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা

শান্ত ইসলাম জয়
আগস্ট ১৫, ২০২১ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

 

সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরও ২ জন শিক্ষক। ফেসবুক স্ট্যাটাসে একজন ক্যাম্পাস না খুললে গাছ তলা কিংবা খোলা মাঠে আরেকজন নিজ অফিস কক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সময় দেবেন বলে জানান।

তাঁরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক ড. আমিরুল ইসলাম কনক এবং ইংরেজি বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন।

ফোকলোর বিভাগের শিক্ষক ড. আমিরুল ইসলাম কনক শিক্ষার্থীদের করুণ অবস্থার চিত্র তুলে ধরে তাঁ ফেসবুক পোস্টে লিখেছেন, বাপের টাকা খরচ করে শিক্ষার্থীদের মেসে থাকতে হচ্ছে, এতিমের মতো ঘুরতে দেখে কষ্ট লাগে। গাছ তলা কিংবা খোলা মাঠে ক্লাস নিতে চাই। এসময় সামাজিক দূরত্ব মেনেই ক্লাস করার কথা জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন সশরীরে সপ্তাহে ৬ দিন ক্লাস নেয়ার ঘোষনা দিয়ে লিখেছেন, শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত আমার অফিসে শিক্ষার্থীদের সময় দেব।

এর আগে, গতকাল শুক্রবার রাতে অনলাইন ক্লাসের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে সশরীরে সপ্তাহে দু’দিন ক্যাম্পাসের গাছতলায় হলেও ক্লাস নেয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. এ আল মামুন।