এবার গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক কনক - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১


এবার গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক কনক

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে এবার গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। বুধবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের মেহগনি বাগানে ক্লাস নেন তিনি। এদিন তিনি ‘বাংলাদেশের সংবিধান ও ব্রিটিশ নীতি’ বিষয়ের ওপর আলোচনা করেন।

এর আগে সোম ও মঙ্গলবার একই জায়গায় ক্লাস নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। শিক্ষক আমিরুল ইসলাম কনক আল মামুনের ক্লাসগুলোর প্রতি সংহতি জানিয়ে সেখানে দু’দিনই বক্তব্য দিয়েছেন।

প্রতীকী ক্লাসের বিষয়ে সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বার্তা দেওয়া। আমরা সে জন্য ধারাবাহিক ক্লাস নিচ্ছি। প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার একই স্থানে ক্লাস হবে। সরকার দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ইতিবাচক সাড়া না দিলে আমরা ভিন্ন উপায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাব।