সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল অটোভ্যানের চালকসহ ৩ জনের - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবুধবার, ২৫ আগস্ট ২০২১


সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল অটোভ্যানের চালকসহ ৩ জনের

জেলা প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার (২৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কের পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাঁদের ছেলে হায়দার আলী (৫০), একই গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৩০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে দুইজন যাত্রী নিয়ে পাঁচলিয়া এলাকার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোভ্যান। এ সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও দুই যাত্রী নিহত যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেক মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।