১৮ বছরের কম বয়সীরাও পেতে পারেন জাতীয় পরিচয়পত্র » Itihas24.com
ঈশ্বরদী৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

১৮ বছরের কম বয়সীরাও পেতে পারেন জাতীয় পরিচয়পত্র

বিশেষ প্রতিবেদক
আগস্ট ২২, ২০২১ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

১৮ বছরের কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার ইসির সভাকক্ষে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে ১৮ বছরের কম বয়সীদের এনআইডি দেওয়ার বিষয়ে আলোচনা হবে।
কর্মকর্তারা বলছেন, ইসি সচিবালয়ের প্রস্তাবের ওপর কমিশন অনুমোদন দিলে সেপ্টেম্বর থেকেই ১৮ বছরের কম বয়সীরা এনআইডি নিতে পারবে।
সরকার সব বয়সীদের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে ১৮ বা তার চেয়ে বেশি বয়সীদেরও টিকা দেওয়ার ঘোষণা এসেছে। ধীরে ধীরে আরও কম বয়সীদের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে টিকা কার্ড পেতে যেন ১৮-এর নিচের বয়সীদের কোনো সমস্যা পোহাতে না হয়, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে গত ৮ আগস্ট এনআইডি অনুবিভাগ একটি সভা করেছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে ১ জানুয়ারি ২০০৬ বা এর পূর্বে যাদের জন্ম তাদের এনআইডি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ চলতি মাসে যদি বিষয়টির অনুমোদন দেয় কমিশন তবে, ১৫ বছর ৭ মাসের ঊর্ধ্বের যেকোনো নাগরিক এনআইডি পাবেন।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads