ঈশ্বরদীর ভাষা শহীদ বিদ্যানিকেতন জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিটিজাল ল্যাবের সম্মাননা পেল » Itihas24.com
ঈশ্বরদী১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীর ভাষা শহীদ বিদ্যানিকেতন জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিটিজাল ল্যাবের সম্মাননা পেল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর ৫৮তম জম্মদিন উপলক্ষে পাবনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সম্মাননা পেয়েছে ঈশ্বরদীর ভাষা শহীদ বিদ্যা নিকেতন।

সোমবার ( ১৮ অক্টোবর) পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সম্মাননাপত্র গ্রহণ করেন ভাষা শহীদ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন।

শেখ রাসেল এর জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দীন, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার সজীব সরকার প্রমূখ।

ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন জানান, পাবনা জেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে এ সম্মাননা পত্র দেয়া হয়। ভাষা শহীদ বিদ্যানিকেতন এ সম্মাননা পাওয়ায় আমরা আনন্দিত। এ সম্মাননা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে গর্বিত করেছে।এ সম্মাননা আমাদের বিদ্যালয়ের শিক্ষাথীদের আরো এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads