পাবনায় হত্যা মামলার এক আসামির মৃত্যু - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২


পাবনায় হত্যা মামলার এক আসামির মৃত্যু

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনায় হাতেম আলী প্রামাণিক (৬০) নামক পাবনা কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাতেম আলী জেলার সুজানগর উপজেলার পৌর এলাকার মুন্তাজ প্রামাণিকের ছেলে।
পাবনা জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান কয়েদী হাতেম আলীর মৃত্যুর সত্যতা স্বীকার করে জানান, ৪ দিন আগে সুজানগরের একটি হত্যা মামলার আসামি হাতেম আলীকে পাবনা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।