বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষাঃ শিক্ষামন্ত্রী » Itihas24.com
ঈশ্বরদী২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষাঃ শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এবার নির্ধারিত সময়ে এসব পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝি এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সচিবালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। কতগুলো বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো হবে না জানিয়ে দীপু মনি বলেন, হয়ত বছরের মাঝামাঝি গিয়ে পরীক্ষা নিতে পারব। এখনই তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা পর্যবেক্ষণ করতে থাকত। পরীক্ষা নেওয়ার মত পরিস্থিতি হলে পরীক্ষা হবে। দু-তিন মাস আগে হয়ত পরীক্ষার তারিখ বলতে পারব। পরিস্থিতি অনুকূলে না থাকলে তারিখ পেছাবে।
করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না দিয়ে অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। সংক্ষিপ্ত সিলেবাসে গত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads