রাজধানীতে ফের বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীশুক্রবার, ৭ জানুয়ারি ২০২২


রাজধানীতে ফের বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আর এস টাওয়ার নামে ১৪তল ওই ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, রাজধানীর গ্রিন রোডের আর এস টাওয়ারের পাঁচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউটি কাজ করছে।’
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।