ঈশ্বরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন » Itihas24.com
ঈশ্বরদী১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন, পুষ্টি মেধা দারিদ্র বিমোচন ‘ শ্লোগানে ঈশ্বরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে শেখ রাসেল স্টেডিয়ামে প্রদর্শনীর উদ্বোধন করেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা কৃষি অফিসার মিতা সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকও কাউন্সিলর আবু জাহিদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমূল হোসাইন। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিক, সুধিজন ও শতাধিক খামারি উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে গরু,মহিষ,ছাগল,দুম্বা, হাঁস-মুরগী, পশুখাদ্য,ভেটেনারি ওষুধের ষ্টল খোলা হয়।
উল্লেখ্য, প্রাণিসম্পদ ক্যাটাগরিতে ঈশ্বরদীর ৬ জন খামারি জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads