রাজশাহী বিভাগে আরও ৮৩৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪ » Itihas24.com
ঈশ্বরদী১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে আরও ৮৩৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

ব্
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় ২ হাজার ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ৮৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ৪৪ শতাংশ। একদিন আগেও ৩৫ দশমিক ৯৬ শতাংশ করোনা শনাক্ত হয় বিভাগে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং বগুড়ায় একজন করে প্রাণ হারিয়েছেন করোনায়। এর বাইরে বিভাগের অন্য চার জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১২ হাজার ৭৪৮ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ৮৩৩ জনের।

এই এক দিনে বিভাগে সর্বোচ্চ ৫৩২ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়। এই জেলায় করোনা শনাক্তের হার শতকরা ৪২ দশমিক ৬৭ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৫২ শতাংশ।

নাটোরে ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ১১ শতাংশ।

নওগাঁয় ২২২ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৭ শতাংশ।

পাবনায় ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৪৮ দশমিক ০১ শতাংশ।

সিরাজগঞ্জে ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ।

বগুড়ায় ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১২ শতাংশ।

এছাড়াও জয়পুরহাটে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ৭১৫ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৯৭ জন মারা গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩৩০ জন, নাটোরে ১৭৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬২, নওগাঁয় ১৪৭, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।

এখন পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ৯৯ হাজার ৭৮২ জন। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৪৭৯ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৯৫৭ জন। গত এক দিনে হাসপাতালে এসেছেন ৬১ জন।
বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৭ জন। গত এক দিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৭০ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১২৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৪ জন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads