সিগারেটের আগুনে পুড়লো গ্রীন ভ্যালি পার্ক থেকে ফেরা পিকনিকের বাস » Itihas24.com
ঈশ্বরদী২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

সিগারেটের আগুনে পুড়লো গ্রীন ভ্যালি পার্ক থেকে ফেরা পিকনিকের বাস

বিশেষ প্রতিবেদক
মার্চ ২৯, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

বাসের পেছনের সিটে সিগারেট খাচ্ছিলেন পাঁচ বন্ধু। পাশে সাউন্ড বক্সে বাজছে গান। তাদের মধ্যে হাস্যরসের এক পর্যায়ে একজনের হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারীর উপর। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় সেখানে। দ্রুত তা ছড়িয়ে পড়ে একেএকে সব ছিট জ্বলতে থাকে। এসময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়েন। ফলে সকলেই সুস্থ্য অবস্থায় থাকলেও পুড়ে যায় গোটা বাস। খবর পেয়ে দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কেএকটি ফিলিং স্টেশনের সামনে ঘটে।

গুরুদাসপুরের ফায়ার স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈড় এলাকা থেকে রাজু ক্যাডেট একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে বিসমিল্লাহ পরিবহনের দু’টি বাস রিজার্ভ করে নাটোরের লালপুরে গ্রীণ ভ্যালি পার্কে পিকনিকে আসেন। ফেরার পথে পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। দ্রুত চালক বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সকল যাত্রী নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

বাসে থাকা ছাত্র আরাফাত, রণি, রাজন জানায় পেছনে বন্ধুরা সিগারেট থেকে গিয়ে অসাবধানতা বসতঃ ব্যাটারীর উপর আগুন ফেললে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবু কপাল ভালো সবাই নিরাপদে নামতে পেরেছি।

সাউন্ড সিষ্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রাজুক ক্যাডেট এ একাডেমির সংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি। রাত ১০টায় বিকল্প বাসে তারা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads