কুমিল্লায় সুষ্ঠ নির্বাচন হয়েছে, ভোট পড়েছে ৬০ শতাংশ: সিইসি » Itihas24.com
ঈশ্বরদী৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

কুমিল্লায় সুষ্ঠ নির্বাচন হয়েছে, ভোট পড়েছে ৬০ শতাংশ: সিইসি

জেলা প্রতিনিধি
জুন ১৫, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান সিইসি।

তিনি বলেন, কুমিল্লা নির্বাচন কোনও ধরনের সংঘাত ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার ইস্যুতে সিইসি বলেন, এমপি বাহারের বিষয়ে কোনও মন্তব্য করবো না। তার ব্যাপারে পূর্বে অনেক আলোচনা হয়েছে। এখন আর মন্তব্য করবো না।

সিইসি আরও বলেন, প্রথমবারের মত সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ হয়েছে। এবার স্বচ্ছতার বিষয়ে আগে সতর্ক ছিলাম। গণমাধ্যমকর্মীরা নির্বিঘ্নে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পেরেছেন।

তিনি বলেন, সার্বিকভাবে সিটি করপোরেশন, পাঁচ পৌরসভা ও ১৩২ ইউনিয়নে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট হয়েছে।

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads