দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী রবিবার দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানাতে পারেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওই সংবাদ সম্মেলনের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
তখন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
বিজ্ঞাপন