ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান » Itihas24.com
ঈশ্বরদী২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে আয়োজনে ৭১ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট,সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদীর পরিচালক ড. মো. মহি উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল বাতেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলী মালিথা, পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী হিরু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ
উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে সারাদেশের ৪৮টি জেলায় একযোগে প্রায় ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। একই সঙ্গে ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে ও ৪৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads