রপ্তানি আয়ে ৫ হাজার কোটি ডলারের মাইলফলকে বাংলাদেশ » Itihas24.com
ঈশ্বরদী৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রপ্তানি আয়ে ৫ হাজার কোটি ডলারের মাইলফলকে বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক
জুলাই ৩, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও চলতি ২০২১-২০২২ অর্থবছর শেষে রপ্তানি আয়ে নতুন মাইলফলকে স্পর্শ করল বাংলাদেশ। অর্থবছর শেষে ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে।

শুধু তাই নয়, লক্ষ্যমাত্রার চেয়েও ১৯.৭৩ শতাংশ বেশি রপ্তানি আয় করেছে বাংলাদেশ। যা একইসঙ্গে আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।

রোববার (৩ জুলাই) ২০২১-২০২২ অর্থবছরের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত পণ্য রপ্তানির প্রাথমিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে রপ্তানি আয়ে সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টর ৪২.৬১ বিলিয়ন ডলার আয় করেছে। এ খাতে আয় বেড়েছে ৩৫.৪৭ শতাংশ। যা ২০২১ অর্থবছরেও ছিল ৩১.৪৫ বিলিয়ন ডলার।

এর আগে ২০২০-২০২১ অর্থবছরে সর্বসাকুল্যে তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রপ্তানির ওপর ভিত্তি করে পরের বছরের জন্য চার হাজার ৩৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

অন্যদিকে চলতি অর্থবছরের জুন মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৬৩ কোটি ৮০ ডলার। যার বিপরীতে আয় হয়েছে ৪৯০ কোটি ৮০ ডলারের বেশি। জুন মাসেই লক্ষ্যমাত্রার তুলনায় ১২৭ কোটি ডলার বেশি আয় হয়েছে। যা গত অর্থবছরের জুন মাসের তুলনায় ৩৭.১৯ শতাংশ বেশি।

যদিও গত মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৬৪ শতাংশ কম রপ্তানি আয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত মাসে ৩৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। যা ছিল ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। আর ২০২১-২০২২ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৭১৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads