সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ » Itihas24.com
ঈশ্বরদী৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

বিশেষ প্রতিবেদক
আগস্ট ১, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সারাদেশে আজ (সোমবার) থেকে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম সোমবার থেকে শুরু হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হবে।

টিসিবি জানায়, এ বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads