নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিন: প্রধানমন্ত্রী » Itihas24.com
ঈশ্বরদী৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিন: প্রধানমন্ত্রী

রনজন কুমার
জানুয়ারি ২, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় যারা মুক্তিযুদ্ধের সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনও থেমে নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়, অস্ত্র দিয়ে উন্নয়ন হয় না।’

জনসভায় গত ১৫ বছরে আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘সমাজের প্রতিটি স্তরের মানুষের কাজ করেছে আওয়ামী লীগ সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সাল থেকে যখনই ক্ষমতায় এসেছি ভূমিহীন মানুষদের জন্য কাজ করেছি, ৩৩ জেলায় আর ভূমিহীন মানুষ নেই। ৮ লাখ ৪১ হাজারেরও বেশি পরিবার ঘর পেয়েছে। ৫৮ লাখ মানুষ বয়স্কভাতার সুবিধা পায়। এছাড়াও ২৯ লাখ ১০ হাজার প্রতিবন্ধী সরকার থেকে ভাতা পায়। স্বামী পরিত্যক্তা ও বিধবা ভাতা দিচ্ছি। সারাদেশে বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছি। প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি।’

এসময় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেন শেখ হাসিনা

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads