শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বাইডেনের চিঠি, পাশে থাকার প্রতিশ্রুতি » Itihas24.com
ঈশ্বরদী২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বাইডেনের চিঠি, পাশে থাকার প্রতিশ্রুতি

রনজন কুমার
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস থেকে চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তানতর করা হয়।

চিঠিতে বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জানান প্রেসিডেন্ট জো বাই‌ডেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে জো বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরু করার সঙ্গে আমি আমার প্রশাসনের আন্তরিক আকাঙ্ক্ষার কথা জানাতে চাই।

চিঠিতে সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাসের কথা উল্লেখ করে বাইডেন, আঞ্চলিক, বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে মজবুত সম্পর্কই আমাদের সম্পর্কের বুনিয়াদ।

বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যমাত্রাকে সমর্থন করতে এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসেফিক অঞ্চলের জন্য যৌথ রূপকল্পের অংশীদারিত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলেও চিঠিতে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads