ফের করোনাক্রান্ত আসাদুজ্জামান নূর » Itihas24.com
ঈশ্বরদী২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ফের করোনাক্রান্ত আসাদুজ্জামান নূর

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান নূর ফের করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ডিসেম্বরে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কিছুদিন ভর্তি ছিলেন। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে আসাদুজ্জামান নূরের জন্ম। তার অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটকে। দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত যুক্ত আছেন তিনি। মঞ্চে ‘নূরুল দীনের সারাজীবন’ নাটকে তার অভিনয় এখনো দাগ কেটে আছে অনেকের হৃদয়ে। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে নাটক নির্দেশনায়ও দেখা গেছে তাকে। নূরের নির্দেশিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ প্রায় চার দশক ধরে মঞ্চায়ন হচ্ছে। এছাড়া ‘গ্যালিলিও’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। গত ১৪ অক্টোবর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গ্যালিলিও নাটকে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি পেয়েছেন তারকাখ্যাতি। নব্বইয়ের দশকে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আসাদুজ্জামান নূর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। পর পর তিনবার তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। বর্তমানে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads