৪৩তম বিসিএসের ফল প্রকাশ উত্তীর্ণ ১৫ হাজার ২২৯ জন » Itihas24.com
ঈশ্বরদী৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

৪৩তম বিসিএসের ফল প্রকাশ উত্তীর্ণ ১৫ হাজার ২২৯ জন

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিতে ক্যাডার পদে নিয়োগের জন্য ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি বলেন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৫ মোট ২২৯ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।
২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে অংশ নেন মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী।
ফলাফল কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এছাড়া টেলিটকের মাধ্যমে যেকোন মোবাইল থেকে এসএমএস করে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল পাওয়া যাবে। এ জন্য PSC<Space>43 <Space> রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে কোয়ালিফাইড অথবা নট কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ: PSC 43 123456 send to 16222।লিখিত পরীক্ষা আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads