ঈশ্বরদীতে বিকাশ এজেন্টের চার লাখ টাকা ছিনতাই, ৫ জন আটক » Itihas24.com
ঈশ্বরদী১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বিকাশ এজেন্টের চার লাখ টাকা ছিনতাই, ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বিকাশ এজেন্টের চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ের ঢালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, উপজেলার লক্ষিকুন্ডা নুরুল্লাপুর গ্রামের ছলিম সরদারের ছেলে সুজন (২৮), বুরামপুর গ্রামের রবিউলের ছেলে রিমেল রবিন বিশ্বাস (২০), চররূপপুর গ্রামের সিরাজুল বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২১) কামালপুর গ্রামের মজনু মোল্লার ছেলে রনি মোল্লা (২০) এবং বুরামপুর গ্রামের সেন্টু বিশ্বাস ছেলে রোহান বিশ্বাস রায়হান।

রূপপুর ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান আতিক ঘটনা নিশ্চিত করে জানান, সারা রাত ফাঁড়ির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইকৃত ৩ লাখ ২০হাজার টাকা উদ্ধার হয়েছে।

জানা যায়, লীকুন্ডা এমপির মোড়ে কনক বিকাশ এজেন্ট বন্ধ করে রাত সাড়ে ১০টায় রবিউল আলম ও অয়ন বাড়ি ফিরছিলেন। এমপি মোড় থেকে নামতেই ঢালের কাছে পথিমধ্যে তাদের হাতে থাকা দোকানের ব্যবহৃত মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকা ৫-৬ জন যুবক ছিনিয়ে পালিয়ে যায়।

এদের মধ্যে এক ছিনতাইকারীকে চিনতে পেরে থানায় অভিযোগ দেন। পরে রাতভর অভিযান শেষে পুলিশ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads