চাটমোহরে অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি » Itihas24.com
ঈশ্বরদী১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহরে অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশেষ প্রতিবেদক
মার্চ ২১, ২০২২ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী গ্রামে এক অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর আল মামুদ নামের এক ব্যক্তির দুটি ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে পরিবারটির পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্থ দিনমজুর আল মামুদ ঐ গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।
জানা গেছে, রবিবার (২০ মার্চ) দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যেই ঘরের সর্বস্থানে ছড়িয়ে পরে। এসময় ঘরে থাকা কাপড়, ধান, চাল আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাতের কিছু সময় পরে আশপাশের লোকজন পানি দিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এরমধ্যে তাদের সহায় সম্বল সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর আল মামুদের অন্তত তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে দাবী করেছেন।
ঘটনাটি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামকে অবহিত করলে তিনি বলেন, সকালেই ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনা খাবার পৌছে দেওয়া হবে। পরবর্তীতে উপজেলা পরিষদ বরাবর আবেদন করলে ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাসাধ্য সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads