ঈশ্বরদীতে গরম ভাতের মাড়ে ননদের শরীর ঝলসে দিল ভাবী » Itihas24.com
ঈশ্বরদী২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে গরম ভাতের মাড়ে ননদের শরীর ঝলসে দিল ভাবী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে ভাবীর বিরুদ্ধে গরম ভাতের মাড় ঢেলে ননদের শরীর ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে ।
সোমবার মধ্যরাতে শহরের দড়িনারিচা পশ্চিম টেংরী এলাকায় এ ঘটনা ঘটে।
ঝলসে যাওয়া নারীর নাম মরিয়ম বেগম। তিনি শহরের সাঁড়াগোপালপুর এলাকার লিটন হোসেনের স্ত্রী। পুলিশ মরিয়মের ভাই সাজাদুর রহমান ও ভাবি সংগীতা সুলতানাকে আটক করেছে।

পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মরিয়মের ভাই ও ভাবির ঝগড়া চলছিল। বিবাদের খবর শুনে মরিয়ম সোমবার বাবার বাড়ি দড়িনারিচায় আসেন। ঝগড়ার এক পর্যায়ে ভাবির সঙ্গে মরিয়মের তর্ক বাধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চুলার ‍ওপর থেকে পাতিল এনে গরম মাড় মরিয়মের শরীরে ঢেলে দেয় তার ভাবি। এতে মরিয়মের পিঠ, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্বজনরা মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খাঁন বলেন, গরম পানি জাতীয় কোন জিনিসে মরিয়মের শরীরের কয়েকটি স্থান ঝলসে গেছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads