গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করল ঈশ্বরদী প্রেসক্লাব » Itihas24.com
ঈশ্বরদী৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করল ঈশ্বরদী প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রেসক্লাব সাংবাদিকরা বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। নবগঠিত ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

প্রত্যুষে প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনর্মিত করে শোক প্রকাশ করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবুল হাসেম, সাংবাদিক ও আওয়ামী লীগ নেত্রী মাহজেবিন শিরিণ পিয়া, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, সাংগানিক সম্পাদক ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাবলু, সাংবাদিক দেওয়ান সবুজ, ইয়াসিন আলী শেখ, রাসেল আলী, সাকিবুর রহমান সাকিব, শিশির মাহমুদ, রিমন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

রাতে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং দুস্থদের মাঝে উন্নতমানের খাবার পরিবশেনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads