ঈশ্বরদীতে নিখোঁজের ১ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীশুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১


ঈশ্বরদীতে নিখোঁজের ১ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

ঈশ্বরদীতে নিখোঁজের ১ দিন পর বাড়ীর পাশের ডোবা থেকে রিজভী নামের দুই বছরের শিশুর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী শহরের বেনারশি পল্লী এলাকা থেকে শিশুটি নিখোঁজ হন। নিখোঁজের পর শিশুটির বাবা হোসেন বিন পাশা এবং এলাকার অনেকেই খোঁজাখুজি করে শিশুটির খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করেন। শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মৃতদেহ ডোবায় ভাসতে দেখে বিষয়টি পরিবার এবং পুলিশকে খবর দেন। থানা পুলিশের একটি দল দুপুর ১২টার দিকে বাড়ির অদুরের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার।