ঈশ্বরদীর ডিডিপির আয়োজনে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা অনুষ্ঠিত » Itihas24.com
ঈশ্বরদী২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর ডিডিপির আয়োজনে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

মনোমুগ্ধকর আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপির নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান মাসিক সুরের মেলা।
গতকাল ১০ সেপ্টেম্বর’২১ রাতে ডিডিপির নিজস্ব কার্যালয়ে ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রাশিদুল আওয়াল রিজভী।
বর্ণাঢ্য এই আয়োজনে যে সকল কবি ও শিল্পী আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন তারা হলেন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব রানা, ইলমাতুল ইসলাম রুপা, রাসেল মাহমুদ, নুরে আলম সিদ্দিক নাহিদ, খাজা রিপন চিশতি, মুনমুন আক্তার, ডাঃ ইউনুস আলী, মিঠুন হোসেন, হাসান আহমেদ, সুজন আলী, মনির হোসেন, বাউল আমজাদ হোসেন, বাউল সাঈদুল ইসলাম, বাউল আবুল কালাম, বাউল তরিকুল ইসলাম, সুবল কুমার পাল, কালাম আজাদ, মেহেদী হাসান, বিনয় দাস, সাঈদ হাসান লিমন, আসাদুল ইসলাম, মোখলেসুর রহমান, কমল দাস, মাহাবুল ইসলাম, এস এম রাজা প্রমূখ।
প্রায় ৬ ঘন্টা দীর্ঘস্থায়ী এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads