মুলাডুলিতে যৌথ সভায় উপজেলা আ’লীগের নব নির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা » Itihas24.com
ঈশ্বরদী৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

মুলাডুলিতে যৌথ সভায় উপজেলা আ’লীগের নব নির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, মূলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ আলী মালিথা,জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস,বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত হাবিবুর রহমান হাবীব।এসময় উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খালেক জোয়াদ্দার,সহ-সভাপতি রওশন আলম খান নান্নু, যুগ্ন সম্পাদক তারা মালিথা প্রমূখ।

যৌথসভায় মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads