আসন্ন সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নায়েক (অবঃ) এম এ কাদের ও মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রহমান ফান্টু মন্ডল মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
রবিবার (৭ নভেম্বর) বিকালে এম এ কাদের ও আব্দুর রহমান ফান্টু মন্ডল উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নিকট থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
আব্দুর রহমান ফান্টু মন্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক মালিথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।