ঈশ্বরদীতে চার লাখ টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীসোমবার, ৮ নভেম্বর ২০২১


ঈশ্বরদীতে চার লাখ টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকা থেকে চার লাখ টাকার হেরোইনসহ জালাল ‍উদ্দীন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) পাকশী ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জালালকে আটক করে। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বয়েরমারী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী এলাকায অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জালালকে আটক করে। পুলিশ জানায়, আটককৃত হেরোইন এর মূল্য ৪ লাখ টাকা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আটক মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।