ঈশ্বরদীতে তুলার মেশিনে চুল পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে তুলার মেশিনে চুল পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে তুলার মিলের মেশিনে চুল জড়িয়ে গিয়ে নাছিমা বেগম (৩৯) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি দাইড় পাড়া গ্রামের রাফিদুল প্রামাণিকের স্ত্রী।

(শুক্রবার) ৫ নভেম্বর সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্য পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে ওই এলাকার রাজ্জাক খাঁনের তুলার মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, শুক্রবার সকালে তুলার মিলে কাজ করছিলেন নাছিমা। এসময় চলমান একটি মেশিন পরিষ্কার করতে গিয়ে মেশিনের সঙ্গে চুল জড়িয়ে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads