ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুরের ভবানীপুরে অটোরিক্সা (সিএনজি)’র ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০ টায় দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ঈশ্বরদীর ভাড়ইমারী গ্রামের নবীর উদ্দিনের ছেলে আইনুল হককে উদ্ধার করে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জানা যায়, শনিবার রাতে পাবনা থেকে মালামাল বোঝাই একটি সিএনজি ইশ্বরদী অভিমুখী আসার পথে ভবানীপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এক বৃদ্ধকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা একমাত্র যাত্রী আইনুল হক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবণতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।