ঈশ্বরদীতে ‘গোল্ডেন জাজিরা পার্টি সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদীর গোকুলনগরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন পার্টি সেন্টারের স্বত্ত্বাধিকারী সুপ্রিম কোর্টের আইনজীবি জামিল আক্তার এলাহি রতন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম সরদার, উপজেলা বিএনপি নেতা আহসান হাবিব, বিএনপি নেতা সেলিনা রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাধু, বিএনপি নেতা আলহাজ্ব আবদুল্লাহ আল সুমার খান প্রমূখ।