কোটি কোটি টাকা প্রতারণা! মুম্বাই বিমানবন্দরে আটক অভিনেত্রী জ্যাকুলিন - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীরবিবার, ৫ ডিসেম্বর ২০২১


কোটি কোটি টাকা প্রতারণা! মুম্বাই বিমানবন্দরে আটক অভিনেত্রী জ্যাকুলিন

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ৫, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিদেশ যাওয়া আটকে গেল। ভারতের মুম্বাই বিমানবন্দরে আটক হয়েরছেন এই অভিনেত্রী। ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র নোটিসের পরেই এই ঘটনা ঘটলো।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে‌ছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট দাখিল করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষ থেকে একাধিক বার জেরা করা হয় জ্যাকুলিনকে।

৯ লাখ টাকার পার্সি বিড়াল, ৫২ লাখ টাকার একটি ঘোড়া- এ রকমই মোট ১০ কোটি টাকার উপহার পেয়েছিলেন জ্যাকুলিন। উপহারদাতা, সেই সুকেশ। সাম্প্রতিকতম চার্জশিটে ইডি এমনই দাবি করেছে।-আনন্দবাজার