সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর কথার জবাব বটির কোপে দিলেন শিরিন আক্তার নামে এক গৃহবধূ। আর এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হোরগাতি মৌজার পাঁচলিয়া পর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকে স্ত্রী শিরিন আক্তার পলাতক রয়েছেন।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, এদিন সকালে বাজার থেকে বাড়ি ফেরার পর পারিবারিক কলহের জেরে স্ত্রী শিরিনের সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে শিরিন স্বামী শামীমের মাথার পেছনে ও ঘারে ধারালো বটি দিয়ে কোপ দেয়। এতে শামীম ঘটনাস্থলেই মারা যান। মৃত্যু নিশ্চিত বুঝে স্ত্রী শিরিন পালিয়ে যান।
তিনি বলেন, শামীম পেশায় মোটরসাইকেল মেকার। পাঁচলিয়া বাজারে তার মোটরসাইকেল মেরামতের দোকান রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, শামীম এর আগেও দুটি বিয়ে করেন। এই দুই পক্ষের দু’টি সন্তান রয়েছে। তাদের তালাক দিয়ে তিনি বেলকুচি উপজেলার হযরত আলীর মেয়ে শিরিনকে তৃতীয় বিয়ে করেন।
তিনি বলেন, পারিবারিক কলহে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। তৃতীয় স্ত্রীর পক্ষেও তিন সন্তান রয়েছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় সলঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান জাকারিয়া হোসেন।