পাবনার ঈশ্বরদীতে ছলিমপুর ইউনিয়নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মান্নান প্রাং(৪৮) নামের এক দিনমজুর নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর বিশ্বাসপাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত মান্নান প্রামানিক ওই ইউনিয়নের চর সলিমপুর গ্রামের তোফাজ্জল প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন মান্নান। এ সময় ছিলিমপুর থেকে দাশুড়িয়া যাওয়ার পথে পেছন থেকে আসা একটি বেপরোয়া ইটের গাড়ি( কুত্তা গাড়ি) তাকে ধাক্কা দিলে তিনি সড়কের উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানা ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনার পর ঘাতক চালক ও হেলপারসহ নিয়ন্ত্রনহীন কুত্তাগাড়িকে স্থানীয় জনতা আটক করে এবং সড়ক আইন না মানার কারনে এ অবৈধ যান সড়কে বেপরোয়া গতিতে চালনার জন্য ও সংঘটিত দুর্ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে