বোনকে স্কুলে ভর্তি করে ফেরার পথে ভাইসহ নিহত ২ - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীশনিবার, ৮ জানুয়ারি ২০২২


বোনকে স্কুলে ভর্তি করে ফেরার পথে ভাইসহ নিহত ২

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কেসের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঐ উপজেলার মাতাপুর গ্রামের বাবর আলীর ছেলে স্কুলছাত্র সাব্বির হোসেন ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন।
স্থানীয়রা জানায়, জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী একটি ভ্যান রাস্তা পার হওয়ার সময় লোহার এক্সেল ভেঙে ট্রাকের সামনে পড়ে যায়। ঐ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। গুরুতর অবস্থায় স্কুলছাত্র ও তার বোন সুমাইয়াকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায়। সুমাইয়া আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত সাব্বিরের প্রতিবেশী মুকুল হোসেন বলেন, সাব্বির জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার ছোট বোন সুমাইয়াকে আক্কেলপুর পলেটেকনিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করতে যায় সে। বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেয়া হয়েছে।