ঈশ্বরদীর বিএনপি নেতা দুলাল সরদার কারাগারে হৃদরোগে আক্রান্ত, রামেকে ভর্তি » Itihas24.com
ঈশ্বরদী৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীর বিএনপি নেতা দুলাল সরদার কারাগারে হৃদরোগে আক্রান্ত, রামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার পাবনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

দুলাল সরদারের ছেলে মুশফিকুর রহমান হামিম জানান, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাবনা কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হুমায়ুন কবির দুলাল। কারা কর্তৃপক্ষ তাঁকে দুপুর ১টা ৩০ মিনিটে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবণতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদরোগসহ বিভিন্ন রোগে তিনি আক্রান্ত।

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ হুমায়ুন কবির দুলাল সরদারের দ্রুত রোগমুক্তির জন্য ঈশ্বরদীবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় ১০ বছরের কারাদন্ড হয়েছে হুমায়ুন কবির দুলাল সরদারের। ২০১৯ সালের ৩ জুলাই এ মামলার রায় ঘোষণার পর থেকেই পাবনা কারাগারে রয়েছেন দুলাল সরদার।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads