রূপপুর পারমাণবিক প্রকল্পের চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর পারমাণবিক প্রকল্পের চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপজেলায় নির্মাণাধীন চুল্লি ওপর থেকে পড়ে তুষার আহমেদ (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ফেব্রæয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তুষার উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তুষার আহমেদ রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন। বুধবার ভোর ৫টায় প্রায় ১০তলা উচ্চতার সমান পারমাণবিক চুল্লির নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads