ঈশ্বরদীতে অগ্নিকান্ডে দুইটি বাড়ি পুড়ে ছাই » Itihas24.com
ঈশ্বরদী২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে অগ্নিকান্ডে দুইটি বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী শহরের মাহাতাব কলোনীতে অগ্নিকান্ডে দুটি বসত বাড়ি ভূষ্মিভূত হয়েছে। দুই বাড়ির ৭টি ঘর, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার রাত সাড়ে ৩টায় মাহাতাব কলোনীর ইমরান হোসেনের বাড়ির ছাগলের ঘরে মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

প্রতিবেশীরা জানান, রাত ৩টার দিকে ইমরানের ছাগলের চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে দেখতে পাই। মূহুর্তের মধ্যেই আগুনে উত্তাপে ইমরানের রান্না ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দ্রত আগুন পাশের হরমুজ আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে এ দু’বাড়ির সবকিছু পড়ে ছাই হয়ে যায়।
ইমরান হোসেন বলেন, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ছাগলসব ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। এখন আমরা পুরোপুরি নিঃস্ব।

স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু বলেন, ভোর ৪টায় খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। এ দু’বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের চাল-ডালসহ খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি। আগামী সোমবার পৌরসভার অফিস খুললে তাদের ঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads