ঈশ্বরদীতে ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত » Itihas24.com
ঈশ্বরদী৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বালু ভর্তি মিনি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটি চালক মতলেব হোসেন (৫০) মারা গেছেন। শুক্রবার (১৭ জুন) ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সে উপজেলার কলেরকান্দি বটতলা এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামে (পাবনা-নাটোর মহাসড়ক) বালু ভর্তি মিনি ট্রাক ও যাত্রীবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভটভটি চালক উপজেলার কলেরকান্দি বটতলা এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে মতলেব হোসেন (৫০), যাত্রী নওদাপাড়া গ্রামের সলিম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), পৌর শহরের ফতে মোহাম্মদপুর এলাকার সৈয়ব আলীর ছেলে শামসুল হোসেন (৪০) ও আরামবাড়িয়া গ্রামের ভানু (৫০) গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে ভটভটি চালক মতলেব হোসেনসহ তিনজনের অবস্থা অবণতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। মতলেব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টায় তিনি মারা যান।

মতলেব হোসেনের ছেলে সুজন হোসেন জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে রাজশাহীর বানেশ্বর এলাকায়  তিনি (মতলেব হোসেন) মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের এস আই বেলাল হোসেন জানান, পুলিশ বালু ভর্তি ট্রাক আটক করেছে। পুলিশ যাওয়ার পূর্বেই ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads